কুমিল্লার
মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের গনিপুর গ্রামে সাড়ে সাত শতক জমি
দীর্ঘদিন অবৈধ ভাবে দখল করে চাষাবাদ করে আসছিলেন ওই গ্রামের মোখলেছুর
রহমানের ছেলে মোঃ জামাল হোসেন। আদালতে মামলা করার দীর্ঘদিন পর আদালতের রায়ে
বৃস্পতিবার জমিটির প্রকৃত মালিক উপজেলার ধোপামুড়ী গ্রামের মৃত মজিবুল হকের
ছেলে মোশারফ হোসেনসহ ওয়ারিশদের ঢোল পিটিয়ে লাল নিশান টানিয়ে দিয়ে জমিটি
চিহ্নিত করে বুঝিয়ে দেয়া হয়। যদিও জমিটি পিতার কেনা সম্পত্তি বলে দাবি
করেছেন মোঃ জামাল হোসেন। জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের
বিনয়ঘর মৌজার বিএস চুড়ান্ত ৬১ দাগে ১৫ শতক ভূমির আন্দরে সাড়ে সাত শতক জমি
ওয়ারিশ সূত্রে মালিক মোশারফ হোসেনরা। তারা তাদের পিতা মৃত মজিবুল হকের
ওয়ারিশ হিসেবে জমিটির মালিক। কিন্তু জমিটি মোঃ জামাল হোসেন দখল করে চাষাবাদ
করছিলেন। এ বিষয়ে ২০২১ সালে কুমিল্লা আদালতে দেওয়ানী নং ৬৭০ মামলা দায়ের
করেন মোশারফ হোসেনরা। প্রায় তিন বছর পর মামলার রায় পায় তারা। বৃস্পতিবার
জমিটি আদালতের মাধ্যমে তাদের বুঝিয়ে দেয়া হয়। এ সময় কুমিল্লা সিভিল কোর্টে
কমিশনার মোঃ বাবুল মিয়া, নায়েব নাজির মোহাম্মদ বিল্লাল হোসেন, জারীকারক মোঃ
দেলোয়ার হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ
প্রকাশ করে মোশারফ হোসেন বলেন, আমরা আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দীর্ঘদিন পরে হলেও আমরা আমাদের প্রাপ্ত জমির দখল বুঝে পেয়েছি।