প্রখ্যাত
আলেম হযরত ফুলকুমারি (র) এর স্মরণে আগামী ২২ মাঘ ৫ ফেব্রুয়ারি সোমবার ৪৫
তম বাৎসরিক উরস কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের সীমান্তবর্তী
এলাকা পাহাড়পুর এলাকায় শাহ গাজী সরাফতীয়া জামে মসজিদ প্রাঙ্গণে ফুলকুমারি
মাজার শরীফ উরস মোবারক অনুষ্ঠিত হবে।
৫ ফেব্রুয়ারি সোমবার হযরত
ফুলকুমারি (র) মাজার শরীফে সকাল থেকে রাতব্যাপী অনুষ্ঠিত উরস মোবারকে খতমে
কুরআন, ওয়াজ মাহফিল,মিলাদ মাহফিল এবং সর্বশেষ তাবারুক বিতরণের মধ্য দিয়ে
মাহফিল সমাপ্তি হবে।
উল্লেখ্য সারাদেশ থেকে ভক্তগণ হযরত ফুলকুমারি (র)
এর উরস মোবারক এ অংশ গ্রহণ করবেনএবং দেশ-জাতি ও সকল মুসলিম উম্মাহ জাতির
জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু জাহের। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট লেখক ও গবেষক দরবেশ খাজা
শাহানুর মৌলানা(র)এর পুত্র পীরজাদা গোলামে আহলে বাইতে রাসুল(দঃ) মৌলানা মীর
মুহাম্মদ নূরী ছিদ্দিকী ওষখাইনীর আল কুরাইসী (মাঃ
জিঃআঃ),সাজ্জাদানশীন,ওষখাইনীরি নূরীয়ানী বিষু দরবারে শরীর, রুবি গেইট
চট্টগ্রাম। আরও ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা হাফেজ মোঃ নাছির উল্লাহ আল
কাদরী, খতিব, গৌরীপুর বাজার জামে মসজিদ দাউদকান্দি, কুমিল্লা। হযরত মাওলানা
মুফতি মফিজুল ইসলাম হেলালী, খতিব গয়ামবাগিচা কেন্দ্রীয় জামে মসজিদ,
চাঁদপুর,কুমিল্লা। মুফতি মানসুর আহমেদ রাজাপুরী, খতিব মধ্যম মাঝিগাছা
জান্নাতুল মাওয়া সুন্নিয়া জামে মসজিদ কুমিল্লা, মাওলানা কাউছার আহমেদ, খতিব
বিষ্ণুপুর মৌলভীপাড়া জামে মসজিদ, হাফেজ মাওলানা আলী হোসেন, পাহাড়পুর জামে
মসজিদ, বুড়িচং, কুমিল্লা, আলহাজ্ব মাওলানা ইসরাফিল, গাজীপুরী, কুমিল্লা।
উক্ত
ওরস মোবারকের সভাপতিত্ব করিবেন ফকির বাজার স্কুল এন্ড কলেজের পরিচালনা
কমিটির বিদ্যোৎসাহী সদস্য, বিশিষ্ট সমাজ সেবক,ফুলকুমারি মাজার শরিফের
উন্নয়ন ও পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ আমজাদ হোসেন।
আরও উপস্থিত
থাকবেন ফকির বাজার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও মাজার পরিচালনা
কমিটির সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম,হযরত ফুলকুমারী মাজার ওরস মোবারকের
পরিচালনা কমিটির সদস্য মির্জা তফিক,সুলতান মেম্বার, লিটন, সফিক, বাবুল আলম,
মোতয়াল্লী মোঃ শাহ্ জাহান সাজু, শাহগাজী শরাফতিয়া কমপ্লেক্স, পাহাড়পুর,
কুমিল্লা। আয়োজনে আশেকান ও মুহিব্বুনে ফুলকুমারি দরবার মাহফিল এন্তেজামিয়া
কমিটি। ব্যাবস্থাপনায় রয়েছে এশায়েতে আহলে সুন্নাত, চিস্তিয়া নুরিয়া কমিটি
কুমিল্লা শাখা।