আলোকিত বজ্রপুরের
উদ্যোগে সেলুন লাইব্রেরীর পাশাপাশি এবার কুমিল্লায় প্রথমবারের মতো
জাঙ্গালিয়ায় অবস্থিত এশিয়াকন ট্রান্সপোর্টের বাস কাউন্টারে "আলোকিত
বজ্রপুর বাস কাউন্টার লাইব্রেরি ১" উদ্বোধন করা হলো। সেখানে যাত্রীরা
বাসের জন্য কাউন্টারে বসে অপেক্ষা করে। অপেক্ষামান যাত্রীরা যাতে বই পড়তে
পারে, যাত্রীদের মধ্যে যাতে বই পড়ার মনোভাব সৃষ্টি হয়, বই পড়ার মধ্যে যাতে
আনন্দ খুঁজে পায় এবং সেই সাথে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার নিরৎসাহিত করার
লক্ষ্যে আলোকিত বজ্রপুর বাস কাউন্টার লাইব্রেরির প্রতিষ্ঠা করেছে।
প্রথমবার ৭০ টির মতো বই দেয়ার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে বই
আরো বাড়ানো হবে। পাঠকদের রুচিবোদের উপর লক্ষ্য রেখে বইগুলি নির্ধারণ করা
হয়েছে। আলোকিত বজ্রপুরের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী
মনে করেন প্রথমবারের মতো নেয়া এই উদ্যোগটি সকলের দৃষ্টি আকর্ষণ করবে
পাশাপাশি বাস কাউন্টার গুলিতে লাইব্রেরির প্রচলন শুরু হবে। "বাস কাউন্টার
লাইব্রেরি ১" উদ্বোধন করেন কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবীর
আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব ও
নাট্যগুরু জনাব শাহজাহান চৌধুরী,পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব
মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী,বিশিষ্ট সংগঠক, লেখক ও গবেষক জনাব আহসানুল
কবীর, কুমিল্লা জেলা দলের সাবেক ক্রিকেটার ও আলোকিত বজ্রপুরের সংগঠক মোঃ
রফিকুল ইসলাম সোহেল, মোঃ হাসিবুল হাসান সুমন সংগঠক আলোকিত রুজ্রপুর, জবাব
জাহাঙ্গীর আলম (ব্যবস্থাপক) এশিয়াকন ট্রান্সপোর্ট সহ আলোকিত বজ্রপুরের
সদস্যবৃন্দ। উদ্বোধন শেষে সংলাপ ও প্রতিবিম্ব নাট্য দলের সদস্যবৃন্দ একটি
মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।