নিজস্ব
প্রতিবেদক: জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক তালিকাভুক্ত গোমতীসহ কুমিল্লা
জেলার সব ক'টি নদী ও লালমাই পাহাড়কে সুরক্ষা এবং দূষণমুক্ত করার প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ
পরিবেশ আন্দোলন- বাপা কুমিল্লা জেলা শাখা। মঙ্গলবার দুপুরে বাপা কুমিল্লার
সভাপতি প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদসহ একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি
দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোমতী নদী ও পুরান গোমতী এখন এক চরম
অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে। প্রকৃতির ওপর জুলুমবাজ একশ্রেণীর স্বার্থপর
সুবিধাবাদি চক্র গোমতী নদী ও নদী পাড়ের মাটি প্রতিদিন অবাধে লুন্ঠন করে
অবৈধ ব্যবসা করছে এবং নদীর অপূর্ব সৌন্দর্য্যকে বিপন্ন করছে। সেই সাথে নদীর
পাড়ে অবৈধ স্থাপনা তৈরী ও দূষণও চলছে। জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক
তালিকাভুক্ত উপজেলার উপর দিয়ে প্রবাহিত জেলার অন্যান্য নদীগুলোও দখল, দূষণ ও
যথাযথ তত্ত্বাবধানের অভাবে স্বাভাবিক গতিপ্রবাহ ক্রমেই হারাচ্ছে। এছাড়া
সরকারের আইন ও বিধি মাফিক প্রশাসনিক নজরদারি এবং আইনের যথাযথ প্রয়োগ না
থাকায় এরই মধ্যে নগর এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে বহু পুকুর দিঘি ভরাট হয়ে
গেছে। এ প্রেক্ষিতে গোমতী নদী, পুরাতন গোমতিসহ কুমিল্লা জেলার অন্যান্য
নদনদী ও পাহাড় রক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাবার পক্ষ থেকে কয়েকটি তুলে
ধরা হয়েছে।