প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৭ পিএম |
কুমিল্লা শহরতলীর দৌলতপুর ছায়াবিতান কো- অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৫২তম বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় সভা শনিবার সকাল ১০টায় সোসাইটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সোসাইটির সহসভাপতি মোহাম্মদ ফারুক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন - আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার মো: আমীর আলী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ বাবু, দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: রেজাউল করিম রাজন। সভায় আরও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: আবু মুসা চৌধুরী, অব: জেলা শিক্ষা অফিসার মো: আবদুস সালাম মিয়া, সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক এএম মামুনুর রশিদ অপু, সদস্য মো: জহিরুল ইসলাম ভূঁইয়া রিপণ, মো: গিয়াস উদ্দিন, মনিরুজ্জামান মজুমদার, মো: সফিকুর রহমান, মো: আনোয়ারুল কবির ভূঞাসহ সোসাইটির শতাধিক সম্মানিত সদস্য।
সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- ১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ছায়াবিতান সোসাইটি সরকারি চাকুরীজীবিদের আবাসিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৮ সালে সরকারিভাবে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর মৌজায় ৯.৮৭ একর জায়গা বরাদ্ধ পেয়ে আবাসিক কার্যক্রম শুরু করে। বর্তমানে এ সোসাইটির সদস্য সংখ্যা ১৩১ জন।
তিনি ঐতিহ্যবাহী এই সোসাইটির সার্বিক উন্নয়নে সবসময় আন্তরিক সহযোগিতা করায় কুমিল্লা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: তাহসীন বাহার সূচনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।