কুমিল্লার
দেবিদ্বারে এক ইউপি চেয়ারম্যান কর্তৃক স্থানীয়দের নামে হয়রানিমূলক মিথ্যা
মামলা দায়েরের প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কর্মসূচী পালন করেছে ইউনিয়ন ছাত্রলীগ ও এলাকাবাসী। রোববার (১১ ফেব্রুয়ারি)
সকাল ১০টার দিকে ধামতি ইউনিয়ন পরিষদের সামনে ওই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে
বক্তারা বলেন, দুয়ারিয়া গ্রামের ৫২ শতাংশ জমির মালিকানা নিয়ে ধামতি ইউপি
চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠু ও তার ছোট ভাই সোহরাব হোসেনের সাথে একই
গ্রামের হুমায়ুন কবির ও মোকবুল হোসেনের দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। গত ৫
ফেব্রুয়ারি বিরোধ পূর্ণ ওই জমির কলাগাছ কে বা কারা কেটে ফেলে। এ ঘটনায়
চেয়ারম্যান মিঠুর যোগসাজেসে তার ছোট ভাই সোহরাব হোসেন বাদি হয়ে ধামতি
ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. কামরুল হাসান আনিছ, মো. হাবিবুল্লাহ বাহার ও মো.
আল আমিন বাশারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে কুমিল্লা আদালতে একটি মিথ্যা
মামলা দায়ের করেন। প্রকৃতপক্ষে এ ঘটনার সাথে ছাত্রলীগের কোন নেতাই জড়িত ছিল
না। আমরা দেবিদ্বারের এমপি মো. আবুল কালাম আজাদের পক্ষ হয়ে কাজ করায়
চেয়ারম্যান মিঠু ও তার ভাই আমাদের হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের
করেছেন। আমরা এ মামলা প্রত্যাহারের দাবি জানাই। মানববন্ধন শেষে একটি
বিক্ষোভ মিছিল ধামতির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূঁইয়া মার্কেটে এসে
শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন, ধামতি ইউনিয়ন ছাত্রলীগের
সাবেক সভাপতি আবু জায়েদ চৌধুরী জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস
শান্ত , যুবলীগ নেতা কাজী গিয়াস উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুল হাসান
আনিস, হাবিবুল্লাহ বাহার, মুরসালিন সরকার, সাগর চৌধুরী ও তারেক চৌধুরী
জামিল প্রমুখ।