কুমিল্লার
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর হোটেল নূর মহলের সামনে
চট্রগ্রামমূখি লেনে বালু বাহী ট্রাকের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
নিহতের জলফু মিয়া (৫০) বুড়িচং উপজেলার শাহদিলাবাগ হাদুয়ার বাড়ি এলাকার মৃত
সুজাত আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বিকেল
আনুমানিক ৫টায় সৈয়দপুর স্টান্ডে সড়কের পাশে দুজন যাত্রী নিয়ে দাড়িয়ে ছিলেন।
এসময় চট্টগ্রাম মূখি সেঁজুতি ট্রাভলস এর একটি যাত্রীবাহী বাস পাশাপাশি
বালু বাহী ট্রাককে চাপ দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা অটোরিকশাটিকে
চাপা দিলে ঘটনাস্থলেই অটো চালক জলফু মিয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু
বরন করে। নিহত রিকশা চালক জলফু মিয়া ৪ সন্তানের জনক। এতে আহত হয় রিকশায়
থাকা দুই নারী। আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক হাসপাতালে প্রেরণ করে
স্থানীয়রা। তবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। পরে নিহতের স্বজন ও স্থানীয়
এলাকাবাসী উত্তেজিত হয়ে সেঁজুতি পরিবহনের বাসটিতে ইটপাটকেল নিক্ষেপ করে
ভাংচুর চালায়। পরে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এদিক খবর পেয়ে ময়নামতি
হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার
বলেন, একজন নিহত হয়েছে। তবে ভিকটিমের পরিবার মামলা করতে অনিহা প্রকাশ করছে।
এ রিপোর্ট লেখার সময়, আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।