নেউরা
সৈয়দপুর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার চার শিক্ষকে বিদায়ী সংবর্ধনা
প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বর্ণিল আয়োজনে প্রবীন
শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় দাখিল পরীক্ষার্থীদের জন্য
দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ
উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হাই বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার, সৈয়দ মো. তৈয়ব হোসেন, দাদা সদস্য মো. রাশেদুজ্জামান প্রমুখ।
সংবর্ধিত
চার শিক্ষক হলেন সাবেক সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. দেলোয়ার হোসেন,
ইবতেদায়ী প্রধান মাওলানা মো. আব্দুল খালেক, সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন
ও ক্বারী মো. সফিকুল ইসলাম।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো.
মুজিবুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার বর্তমান
সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মু. আলমগীর হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-
সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. সামছুল হুদা, বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে
মানপত্র পাঠ করেন সিনিয়র শিক্ষক মো. আবুল হাসেম।
সাবেক শিক্ষার্থীদের
পক্ষে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি স্কুলের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, ওমর
ফারুক সুমন ও গ্রামীণ ফোনের সিনিয়র কর্মকর্তা কাজী মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে
আরো বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর মো. রেজাউল করিম, নেউরা এম. আই উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। সামাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী
আকবর হোসেন চৌধুরীসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলোয়াত
করেন হাফেজ মো. ইয়াছিন, ইসলামী সংগীত পরিবেশন করেন দশম শ্রেণির ছাত্র মো.
মাজহারুল ইসলাম। সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. মহসীনূল হাসান বলেন, নেউরা
মাদসারা অত্র অঞ্চলের অন্যতম একটি মাদরাসা। দীর্ঘদিন অবহেলিত ও
সুবিধাবঞ্চিত ছিলো।