কুমিল্লার
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'বৈশাখী '-এর আয়োজনে সদর দক্ষিণ মডেল থানার
সার্বিক সহযোগিতায় ও মাদক নিয়ন্ত্রণ বিভাগের তত্ত্বাবধানে ১২ ফেব্রুয়ারী
সোমবার লালমাই সরকারি কলেজ অডিটোরিয়ামে চলো পাল্টাই প্রতিপাদ্যে অনুষ্ঠিত
হয়েছে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
কলেজের অধ্যক্ষ
আবুল হাছনাত মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাখরাবাদ
গ্যাস সিষ্টেম কুমিল্লার গণসংযোগ কর্মকর্তা মো. বেলায়েত হোসেন কনক,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ- পরিচালক চৌধুরী ইমরুল
হাসান,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, জেলা পরিষদ
সদস্য হাজী আব্দুর রহিম, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক
ইঞ্জিনিয়ার আব্দুর রহমান মজুমদার। পরিকল্পনা ও বাস্তবায়নে বৈশাখী সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠন কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত রসুল মশু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক সুলতানা পারভিন।
এসময়
কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদকের ভয়াবহতা সম্বন্ধে বক্তারা
বিশদভাবে আলোচনা করেন।