দশম বিপিএল থেকে সিলেট স্ট্রাইকার্সের বিদায় ইতোমধ্যে নিশ্চিত। তাতে প্রথম পর্বের দুটি ম্যাচ বাকি থাকলেও সেগুলো কেবল আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। বাকি থাকা দুই ম্যাচের প্রথমটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে দলটি। যেখানে গেলবারের চ্যাম্পিয়নদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করেছে সিলেট।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রামের সাগরিকায় বিপিএলের ৩৭তম ম্যাচে মাঠে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করে সিলেট। এই ম্যাচটি সিলেটের কাছে আনুষ্ঠিকতার হলেও কুমিল্লার কাছে শীর্ষস্থান ঠিক করার লড়াই।