২১
ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ ও ১৯৫২’র মহান ভাষা আন্দোলনের
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইস্টার্ন মেডিকেল কলেজ কাবিলা ক্যাম্পাসে রাত
১২ঃ০১ মিনিটে শিক্ষক, চিকিৎসক, সকল প্রাক্তন ও বর্তমান দেশি-বিদেশী
ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে
স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে ১ মিনিট
দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এছাড়াও ইস্টার্ন মেডিকেল কলেজে মহান
একুশের স্মরণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস,
পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডাঃ মোঃ খোরশেদ আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ
জাকিরুল ইসলাম, সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এস.এম. মাহফুজুর
রহমান, কলেজের সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদ পাটোয়ারী সহ সকল শিক্ষক,
চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী ও
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।