বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
১২ পৌষ ১৪৩১
কুমিল্লা সিটির উপ নির্বাচন-
মেয়র প্রার্থী কায়সারের ইশতেহার ঘোষণা
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১২:৪১ এএম |

মেয়র প্রার্থী কায়সারের  ইশতেহার ঘোষণা
 

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার। রবিবার (৩ মার্চ) বিকেলে নগরীর ধর্মসাগর পাড়স্থ কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

ইশতেহারে তিনি যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, পরিকল্পিত আবাসন ব্যবস্থা, পয়ঃনিষ্কাষণ ও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান, খাদ্য ও নগর কৃষিতে উৎসাহ দেওয়া, নগরবাসীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করার কার্যকর ব্যবস্থা গ্রহণ, সিটি কর্পোরেশনের উদ্যোগে স্মার্ট স্কুল প্রতিষ্ঠাসহ সুশিক্ষার ব্যবস্থার গ্রহণ, নগরীর অন্তত ৫টি স্থানে বিনোদনপাড়া গড়ে তোলার উদ্যোগ গ্রহণ, নিবিড় বনায়ণ প্রকল্প গ্রহণ করে কুমিল্লাকে পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন ও সবুজ কুমিল্লায় রূপান্তর করা, সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ সংস্কৃতি, বিনোদন চর্চা, ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা, তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে জোর দিয়ে প্রতিটি ওয়ার্ডে ১টি করে আইসিটি ক্লাব প্রতিষ্ঠা করা এবং মাদকসহ সামাজিক ব্যাধি ও নৈতিক শক্তির পুনরুদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

এসময় তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজারসমূহকে বর্তমানে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে আধুনিকভাবে গড়ে তোলা হবে। বাসস্ট্যান্ডগুলোকে আধুনিকায়ন এবং বহুতল বিশিষ্ট পার্কিং ব্যবস্থা করা হবে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থাসহ পর্যাপ্ত সংখ্যক আধুনিক ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট, শ্রমজীবী মানুষের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ, পর্যাপ্ত সংখ্যক ধর্মীয় উপাসনালয়, কবরস্থান, শ্মশান, কমিউনিটি সেন্টার নির্মাণ এবং সামাজিক উন্নয়ন ও বন্ধন দৃঢ় করতে ধর্মীয় নেতাদের নিয়ে নিয়মিত বিভিন্ন কর্মদ্যোগ গ্রহণ করবো।

প্রতিবন্ধী, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বয়স্ক, অসহায় নাগরিকদের জন্য ডিসকাউন্ট ও বিশেষ সেবা সম্বলিত সিটি কার্ড প্রবর্তন করবো। মসজিদ/ মন্দিরের ইমাম ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক আমাকে স্পর্শ করতে পারেনি। আমি শপথ করে বলছি, আমি কখনো এসব কাজে জড়িত হবো না। আমি মেয়র নির্বাচিত হলে নিজে দুর্নীতিমুক্ত থাকবো এবং কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত রাখবো।

ইশতেহার ঘোষণার সময় বিএনপির সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতাসহ নিজাম উদ্দিন কায়সারের সমর্থকরা উপস্থিত ছিলেন।

 
 












সর্বশেষ সংবাদ
কুমিল্লা আসছেন সিইসি
৭ দিনের রিমান্ডে আকাশ মণ্ডল
মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরেই জাহাজে সাত খুন
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের আসামি বিপ্লব আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকাতদের টার্গেট প্রবাসীর বাড়ি
কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ
কুমিল্লা আসছেন সিইসি
চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের ঘটনায় আটক ৫
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২