নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ম নারী মেয়র নির্বাচিত হলেন ডা.
তাহসিন বাহার সূচনা। গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে সকাল ৮টা
থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা ১০৫টি ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার
প্রয়োগ করেন। এবারের উপ-নির্বাচনের ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটারের মধ্যে
ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৪ হাজার ১১৫ জন ভোটার। দিনভর ভোট শেষে বিকাল ৫টায়
কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন
কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সর্বোচ্চ ৪৮
হাজার ৮৯০ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাস
প্রতীকের প্রার্থী কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন
বাহারের জ্যেষ্ঠ কন্যা ডা. তাহসিন বাহার সূচনা।
শনিবার উপ-নির্বাচনের
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পূর্বেই কেন্দ্র থেকে আসা এজেন্টদের তথ্যের
মাধ্যমে বড় জয়ের আভাস পান ডা. তাহসীন বাহার সূচনা। এজেন্টদের থেকে তথ্য
পেয়ে কুমিল্লা জিলা স্কুলের ফলাফল পরিবেশন কেন্দ্রে উপস্থিত হয়ে
নব-নির্বাচিত মেয়র সাংসদ কন্যা ড. তাহসিন বাহার সূচি বলেন, আমি মেয়র হিসেবে
নতুন তবে রাজনৈতিক পরিবারের মেয়ে হিসেবে যথেষ্ট পরিপক্ব। ৯ বছর আগে একটি
সামাজিক সংগঠনের মাধ্যমে আমার রাজনীতির সূচনা হয়। তখন জানতাম না আজ আমি
এখানে থাকব। কুমিল্লার মানুষ আমার উপর আস্থা রেখে আমাকে ভোট দিয়েছে। যাতে
নগর কন্যা হয়ে আমি তাদের যতœ নিতে পারি। আমি এই কুমিল্লার যতœ নিবো।
মানুষের জন্য আমি কাজ করতে পারব সেটা ভেবে ভালো লাগছে। আমার কর্মীরা কেউ
আমার চাচা কেউ আমার ভাই তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমার জন্য কাজ করেছে।
আমার বিজয় মানে আমার কর্মীদের বিজয় পুরো টিমের বিজয়। ইনশাল্লাহ শতভাগ
নিষ্ঠার সাথে কাজের মাধ্যমে আমি তাদের এই ভালোবাসার ঋণ শোধ করব।
শনিবার
দিনভর অনুষ্ঠিত উপ-নির্বাচনে বাস প্রতীকের বিজয়ী প্রার্থী তাহসিন বাহার
সূচনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২বারের সাবেক মেয়র ঘড়ি প্রতীকের প্রার্থী
মনিরুল হক সাক্কু ২৬ হাজার ৮৯৭ ভোট পেয়ে ২য়, ঘোড়া প্রতীকের প্রার্থী ১৩
হাজার ১৫৫ ভোট পেয়ে ৩য় এবং হাতি প্রতীক থেকে নির্বাচন করা নূর-উর-রহমান
মাহমুদ তানিম ৫১৭৩ ভোট পেয়ে তার জামানত হারান।
এর আগে ২০১২ সালে সিটি
করপোরেশনের প্রথম নির্বাচনে ৬৫ হাজার ৭৪০ ভোট পেয়ে ৩০ হাজারের বেশি ভোটের
ব্যবধানে জয় এবং ২০১৭ সালে ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে ১১ হাজার ভোটের ব্যবধানে
জয় পেয়েছিলেন বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। তবে কুমিল্লা সিটির
প্রথম দুই নির্বাচনে অনায়াসে জয় পাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক মেয়র
মনিরুল হক সাক্কু চতুর্থবারের এই নির্বাচনে এসে সবচেয়ে কম ভোট পেয়েছেন।
আগের নির্বাচনের সাথে তুলনা করলে রাজনৈতিক জীবনে এবারই সবচেয়ে কম ভোট পান
সাক্কু।