নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম মিঠুর পিতা হাজীগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী আমীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ঢাকার হার্টকেয়ার ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। আমীর হোসেন হাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম মিঠু জানান, বুধবার সকালে কুমিল্লা শহরের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার বাসভবনে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হার্টকেয়ার ফাউন্ডেশনে নিয়ে যাওয়া যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আলহাজ্ব কাজী আমীর হোসেনের জানাজা বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পিতার রুহের মাগফিতার কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ফখরুল ইসলাম মিঠু।