কুমিল্লার দেবিদ্বার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সরকারি অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে।
শনিবার
রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও নিগার সুলতানা। এ ঘটনায়
ইউএনও’র অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন ও থানায়
সাধারণ ডায়েরি করেছেন।
ইউএনও নিগার সুলতানা রাত ৯টার দিকে জানান,
শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে
বিভিন্ন লোকজনের কাছে উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে টাকা দাবি করেছে।
কিন্তু যাদের কল করা হয়েছে তাঁরা প্রতারণার বিষয়টি বুঝতে পেরেছেন। তাঁরা
বিষয়টি আমাকে অবগত করেছেন। পরে আমি তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট করাসহ থানায়
একটি সাধারণ ডায়রি করি এবং সবাইকে সাবধান হতে আহ্বান জানাই।
দেবিদ্বার
থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা
হয়েছে। সেই সঙ্গে কারা সিমটি ক্লোন করেছে তাদের চিহ্নিত করতে কাজ শুরু
করেছে পুলিশ।