কবির
হোসেন, তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি
উত্তর পাড়া সিকদার বাড়িতে একটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি
ঘটেছে আজ রোববার (২৪ মার্চ) আনুমানিক ভোর ৫ টায় সিকদার বাড়ির মৃত মাজহারুল
সিকদারের ঘরে। মহল্লাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেও
পারেনি,পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে
আনলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুনের সুত্রপাত তা জানা
যায়নি। মহল্লাবাসী সুত্রে জানা যায় ক্ষতি পরিবারের কেউ বাড়িতে ছিলেন
না।একজন বয়স্ক মহিলা থাকতেন, তিনি বলতে পারছেন কিভাবে আগুন লেগেছে। এই
অগ্নিকা-ে প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মহল্লাবাসী ধারণা
করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি
কামনা করছেন।