২৫
মার্চ গনহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। এ
উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার সকালে এক আলোচনা সভা ও
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক খন্দকার মু.
মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা
কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল, এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ
সুপার মংনেমোথাই মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াসহ অনেকে।
এসময়
আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা
কজী আবুল বাশার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিক
উল্লাহ খোকন । আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,
অভিভাবকবৃন্দউপস্থিত ছিলেন।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের ৫৬জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।