ওয়ানডে
সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। তিন ওয়ানডেতে হতশ্রী
পারফরম্যান্সে বিব্রতকর হারকে সঙ্গী করেছে নিগার সুলতানা দল। প্রথমবারের
মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমে হোয়াইটওয়াশ হয়েছে
বাংলাদেশ। ওয়ানডে সিরিজ এখন অতীত। সামনে টি-টোয়েন্টি সিরিজ।
বিশ ওভারের
ফরম্যাটে অতিথিরা আরো ভয়ংকর। আটটি আসরের ছয়টিতেই তারা চ্যাম্পিয়ন। ২০২৩
সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা শিরোপা জিতেছে। বিশ্বকাপের শিরোপায়
সবচেয়ে বেশিবার চুমু খাওয়া নারীদেরকে এবার টি-টোয়েন্টিতে আতিথেয়তা দিতে
যাচ্ছে টাইগ্রেসরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার সন্ধ্যায়
স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
ওয়ানডে দল থেকে তিনটি পরিবর্তন এনেছে টিম
ম্যানেজমেন্ট। ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশিকে
বাদ দেওয়া হয়েছে। দলে এসেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও দিলারা
আক্তার দোলা। ৩১ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ
হবে ২ ও ৪ এপ্রিল। সবকটি ম্যাচ দুপুর ১২টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট
স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন
বলেছেন, ‘তৃষ্ণালে আমরা বিবেচনায় এনেছি তার বোলিংয়ের কারণে। বাঁহাতি পেসার
বাড়তি কিছু যোগ করতে পারবে বলেই বিশ্বাস আমাদের। পিংকির পরিবর্তে দোলাকে
নেওয়া হয়েছে। উইকেট রক্ষক ব্যাটার বেশ প্রতিভাবান। আশা করছি এই ফরম্যাটে সে
সফলতা পাবে। শরিফা খাতুন অলরাউন্ডার। অফস্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে
ব্যাটিং করতে পারেন। টি-টোয়েন্টির বিশেষজ্ঞ হিসেবে তাকে আমরা প্রস্তুত
করছি।’
স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন,
সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া,
সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা
ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও দিলারা আক্তার দোলা।
স্ট্যান্ড বাই: লতা ম-ল, নিশিতা আক্তার নিশি।