পরিবহন,
সড়ক ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য
আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে
সাম্প্রদায়িক শক্তির কোন স্থান হবেনা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে
নসাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিরা আপচেষ্টা চালাচ্ছে।
স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে যা যা করার প্রয়োজন তা করা হবে।
২০৩০ সালের মধ্যে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধাও গৃহহীন থাকবে না।
জাহাঙ্গীর
আলম সরকার মঙ্গলবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে
মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে
অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের
সভাপতি ম. রুহুল আমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন
সুলতানা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুরাদনগর থানার ওসি
প্রভাষ চন্দ্র ধর, বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা
সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশীদ।
সহকারী উপজেলা পল্লী উন্নয়ন
কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ
আহাম্মদ হোসেন আউয়াল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক
অধ্যাপক সাইফুল ইসলাম রাজিব, সদস্য আফজালুন্নেছা বাসেত, সাবেক শিক্ষা ও
সাংস্কৃতিক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক
সদস্য মাহমুদা আক্তার সুমি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইকবাল সরকার,
প্রকৌশলী সৈয়দ সৌকত আহমেদ, গোলাম কিবরিয়া খোকন, তৈয়বুর রহমান তুহিন, আবদুর
রহিম পারভেজ, শিমুল বিল্লাল, যুদ্ধকালীন কমান্ডার ফেরদৌস খন্দকার ও
আওয়ামীলীগ নেত্রী শাহিনা আক্তার মায়া প্রমুখ।