মনিরের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে কুমিল্লা স্টেডিয়ামে শুরু হওয়া কাজী উমাম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৪ এ উড়ন্ত সূচনা করেছে কুমিল্লা সুপার স্টার।
গতকাল (শনিবার) প্রথম রঙিন জার্সি পরে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা সুপার স্টার (অনূর্ধ্ব-১৮) বনাম ওয়াপদা এথলেটিক ক্লাব। শুরুতে টসে জিতে কুমিল্লা সুপার স্টারকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়াপদা এথলেটিক ক্লাব।
ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে দলটি। কুমিল্লা সুপার স্টার দলের হয়ে ব্যাট হাতে ২ বাউন্ডারিতে সর্বোচ্চ ৬৮ বলে ৩৮ রান করে শামীম এবং ৬ বাউন্ডারিতে ৪৮ বলে ৩৬ রান করে জিদান। ব্যাট শেষে বোলিংয়ে ঝলক দেখান একই দলের বোলার মনির। ৭ ওভারে ৩টি মেডেন ও ২১ রান খরচায় তুলে নেন ওয়াপদা এথলেটিক ক্লাবের ৫টি উইকেট।
অন্যদিকে ২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৩১ ওভারে সব উইকেট হারিয়ে ১১১ রান করে ওয়াপদা এথলেটিক ক্লাব। ওয়াপদা এথলেটিক ক্লাবের ওপেনার রিয়াদকে ছাড়া আর কেউই দলের বিপর্যয়ে হাল ধরতে পারেনি। রিয়াদ ৫ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারিতে ৫০ বলে ৪০ রান করেন। এছাড়া ফুয়াদ এবং ইমনকে ছাড়া বাকি কোনো প্লেয়ার ব্যাটিংয়ে ২ ডিজিটে পৌঁছাতে পারেনি। ওয়াপদা এথলেটিক ক্লাবের হয়ে বল হাতে, অন্তর ৮ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নেন।
প্রথম ম্যাচে কম রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতেন কুমিল্লা সুপার স্টারের মনির।