স্টাফ রিপোর্টার।। কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে হাসপাতালের সামনে ইফতারের দাম নিয়ে দর কষাকষিকে কেন্দ্র করে দোকানে ৩০-৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে নগদ টাকা লুট ও ব্যবসায়ী সহ ৫ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ও তার গংদের বিরুদ্ধ বুড়িচং থানায় একটি অভিযোগ করা হয়েছে। রবিবার (৩১ মার্চ ২০২৪) সন্ধ্যায় বুড়িচং উপজেলার সদর উত্তর বাজার আবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বুড়িচং সদর উত্তর বাজার ভূঁইয়া সুইটস এন্ড কনফেকশনারীতে ইফতার কিনতে আসে সাইফুল ইসলাম। তখন ইফতারের দাম নিয়ে দোকানদার অপুর সাথে দরকষাকষির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ পর সাইফুল ইসলামের নেতৃত্বে ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্র দিয়ে দোকানে হামলা চালায় এবং দোকান ভাংচুর করে নগদ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের আক্রমণে দোকানদার অপু ও তার ভাই সামি, একই এলাকার এক যুবক সোহাগ গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে অপুদের অন্য আরেকটি দোকানে গিয়ে পুনরায় হামলা চালায় ভাংচুর করে এবং পিতা মোঃ হোসেনকে দোকান থেকে তুলে এনে বুড়িচং - ব্রাহ্মণপাড়া সড়কে প্রকাশ্যে পিটিয়ে আহত করে এবং তার স্ত্রী সেলিনা বেগমকে মারধর করে আহত করে। আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত দোকানিদের বাড়ি হল উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামে। এই ঘটনায় তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। আহতরা হলো আবুল হোসেন (৬০), সেলিনা বেগম (৪৮), অপু, (২৩),ছামি (১৯), সোহাগ (২০)।
এ ব্যাপারে বুড়িচং থানার এস আই সাইফুল ইসলাম বলেন, আবুল হোসেনের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।