মুন্সিগঞ্জ
থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ নেওয়ার পথে চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে
নিষিদ্ধ ২৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও
কোস্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি
বলেন, গত সোমবার (১ এপ্রিল) মেঘনা মোহনায় নিয়মিত জাটকা সংরক্ষণ অভিযানে
নামে কোস্টগার্ড। এ সময় মেঘনা নদীর মোহনা আলু বাজার ফেরিঘাট এলাকায়
যাত্রীবাহী একটি ট্রলার তল্লাশি করে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো
মুন্সিগঞ্জ থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। পরে জেলা
প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার
সুলতানার উপস্থিতিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দকৃত কারেন্ট জাল আগুনে
পুড়িয়ে বিনষ্ট করা হয়।