কুমিল্লা স্পোর্টস একাডেমিকে বিশাল ব্যবধানে হারিয়ে কুমিল্লায় চলমান কাজী উমাম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগে ২য় জয় পেয়েছে কুমিল্লা সুপার স্টার (অনূর্ধ্ব-১৮)।
গতকাল (বুধবার) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের ৫ম ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা সুপার স্টার (অনূর্ধ্ব-১৮) বনাম কুমিল্লা স্পোর্টস একাডেমি।
শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে কুমিল্লা সুপার স্টার। এদিন কুমিল্লা সুপার স্টার দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৯ রান করে ইমরান খন্দকার। এছাড়া শামীম মিয়াজী ৩১, যোবায়ের হোসাইন ২৪, ওমর রাজা ২৩, কাজী আশরাফ উদ্দিন ১৭, হাদীদ হোসাইন ১৪ এবং অতিরিক্ত থেকে যোগ হয় ২৯ রান।
বোলিংয়ে ৩টি করে উইকেট নেয় মুশফিকুর রহমান এবং মাসুম। মনির পায় ২টি এবং ১টি করে উইকেট পায় তাহমিদ আহসান ও ওমর রাজা।
কুমিল্লা সুপার স্টারের দেওয়া ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ রানে প্রথম, ১০ রানে ২য়, ২৬ রানে ৩য়, ৩৪ রানে ৪র্থ, ৬৩ রানে ৫ম, ৮৩ রানে ৬ষ্ঠ, ৮৬ রানে ৭ম, ৯৪ রানে ৮ম এবং ৯৫ রানের মাথায় ২৭.১ ওভারে শেষ ২ উইকেট হারায় কুমিল্লা স্পোর্টস একাডেমি।
কুমিল্লা স্পোর্টস একাডেমির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৯ রান করে স্বপন। এছাড়া দীপু ১৬ রান, জাবের করে ১১ রান এবং অতিরিক্ত আসে ১৬ রান। সব মিলিয়ে মাত্র ৯৫ রানেই অলআউট হয় দলটি।
বোলিংয়ে ৩টি করে উইকেট নেয় শান্ত ও জাবের। এছাড়া শাফিন ২টি এবং সাবিত ও ফারহান পায় ১টি করে উইকেট। ফলাফল ১০১ রানে কুমিল্লা সুপার স্টার (অনূর্ধ্ব-১৮)-র দুর্দান্ত জয়।
আজ সিডিএসএ (অনূর্ধ্ব-১৬) এর মুখোমুখি হবে বাংলাদেশ ইউনাইটেড।