প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৭:৫২ পিএম |
গত ৯ মার্চ উপ- নির্বাচনে বিএনপি নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথম নারী মেয়র হিসেবে চেয়ারে বসলেন তাহসিন বাহার। গত ৪ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেয়র হিসেবে দায়িত্ব পালন করার শপথ পাঠ করেন তিনি।
তাহসিন বাহার সূকুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসান বাহার সূচনা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার সকালে তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর আগে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মেয়র তাহসিন বাহার সূচনা।
চনা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের জ্যেষ্ঠ কন্যা। এছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণ করে তাহসিন বাহার সূচনা সাংবাদিকদের জানান, মেয়র হিসেবে তার প্রথম দায়িত্ব নগরের যানজট নিদর্শন করা। একে একে তিনি তার প্রতিশ্রুতি সব কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবেন।
উল্লেখ্য, গত ১৩ই ডিসেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তার মৃত্যুতে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র এর পদটিশূন্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ৯ মার্চ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মহানগর আওয়ামী লীগের এক সভায় তাহসিন বাহার কে কার্যকরী কমিটির পক্ষ থেকে সমর্থন জানানো হয়। ওই নির্বাচনে বিএনপি নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুর উর রহমান মাহমুদ তামিম এবং বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার।