বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড।
দুর্দান্ত
বোলিংয়ের পরে ব্যাট হাতেও দলকে সামনে থেকে পথ দেখালেন ক্যাথরিন ব্রাইস।
অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল স্কটল্যান্ড। দাপুটে
জয়ে প্রথমবারের মতো জায়গা করে নিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।
আবু
ধাবিতে রোববার বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে স্কটল্যান্ডের জয়
৮ উইকেটে। আইরিশদের ১১০ রান তারা পেরিয়ে যায় ২২ বল বাকি থাকতে।
জায়েদ
ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ব্রাইস। ৪
ওভারে স্রেফ ৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। রান তাড়ায় ৫ চারে ৩৫ রান করে
দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন এই পেস বোলিং অলরাউন্ডার।
স্কটিশদের এই জয়ে
অবদান কম নয় র্যাচেল স্ল্যাটার ও মেগান ম্যাককলের। বাঁহাতি পেসার
স্ল্যাটার ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ওপেনার ম্যাককল ৪৭ বলে ঠিক ৫০ রান
করতে মারেন এক ছক্কা ও ৪টি চার।
টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের হয়ে ৩
চারে সর্বোচ্চ ৪৫ রান করেন লিয়া পল। আর্লিন কেলির ব্যাট থেকে আসে ৫ চারে
৩৫। তাদের ইনিংসে আর কেবল একজন যেতে পারেন দুই অঙ্কে। স্কটল্যান্ডের দুটি
উইকেটই নেন কেলি।
১০ দলের বাছাইপর্বের দুই ফাইনালিস্ট পাবে মূল পর্বের টিকেট।
আগামী
মঙ্গলবার বাছাইপর্বের ফাইনালে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতের
মুখোমুখি হবে স্কটল্যান্ড। বাছাইয়ের শিরোপা জিতলে মূল পর্বে ‘এ’ গ্রুপে
অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ভারত ও পাকিস্তানের সঙ্গে পড়বে তারা। আর
রানার্সআপ হলে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও
ওয়েস্ট ইন্ডিজকে প্রতিপক্ষ হিসেবে পাবে দলটি।
আগামী অক্টোবরে বাংলাদেশে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।