কুমিল্লার
রেসকোর্সে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি উন্নয়ন
সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও
ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংস্থাটির কুমিল্লার সদর শাখা অফিস
প্রাঙ্গনে মেডিসিন, গাইনী ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগন দিন ব্যাপী প্রায় ৩
শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা: মো:
মনিরুজ্জামান, ডা: ফারজানা আক্তার তমা, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ নয়ন
কুমার, ডা: জাহিদুল ইসলাম, ডা. ইসমাইল হোসেন ও আরও সহকর্মীবৃন্দ। পল্লী
মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উপ পরিচালক কাজী আবদুর রহিম বিনামূল্যে চিকিৎসা
ক্যাম্প উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মো: তরিকুল
ইসলাম, সহকারি প্রোগ্রাম ম্যানেজার নীড মোঃ সাহিদুজ্জামান, শাখা ব্যবস্থাপক
মোঃ মোনাব্বেরুল হোসেন, শাখা ব্যবস্থাপক নীড মোঃ কামরুল হাসান। আইটি
অফিসার মোঃ রঞ্জু মিয়া জোনাল হিসাবরক্ষক মো: রহিদুল ইসলাম,হিসাব রক্ষক কাকন
মজুমদার ও মোঃ ইউনুস মিনা সহ প্রমুখ।
উপ পরিচালক কাজী আবদুল রহিম
বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা
প্রদান করছেন তার ই ধারাবাহিকতায় কুমিল্লা সদর শাখায় বিনামূল্যে
প্রেসক্রিপশন, বিনামূল্যে ঔষধ ও চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা
এবং ড্রপ বিতরণ করা হয়েছে। পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকে হসপিটালের
প্রোগ্রাম ম্যানেজার মো: তরিকুল ইসলাম, বলেন পল্লী মঙ্গল কর্মসূচী
(পিএমকে)১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচির সাথে
সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচি পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচির আওতায়
মা ও শিশু স্বাস্থ্য সচেনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে
স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে। সরকারি প্রোগ্রাম ম্যানেজার
সাহিদুজ্জামান বলেন, আমাদের শাখার সকল গ্রাহকদের মা ও শিশু, সকল বয়সের
অতিদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা দিচ্ছি। প্রতি বছর এ সেবা দিয়ে তাদের
পাশে থাকতে চাই।