‘স্মার্ট
বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্য নিয়ে ৯ মে
থেকে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি
প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে
কুমিল্লার লালমাইয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা
নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস ছালাম খাঁন, উপজেলা
প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা অলি
হালদার, শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রনজিত সেন প্রমুখ। উপস্থিত ছিলেন ডা. সজীব ভট্টাচার্য, যুব উন্নয়ন
কর্মকর্তা মো. ফরহাদুল আলম খান।
আলোচনা সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর
খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট
থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা,কিশোর-কিশোরী, শিশুদের ও
মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও
পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন
তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।