বিজ্ঞান
ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে লালমাই সরকারি কলেজের
একাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে ৯ মে
বৃহস্পতিবার দিনব্যাপী অন ক্যাম্পাস বিজ্ঞান মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়। রসায়ন
বিভাগের প্রভাষক জাকিয়া সুলতানার নির্দেশনায় বিজ্ঞান মেলা অনুষ্ঠানের
সভাপতি অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মো: মাহবুবুর রহমান মেলার উদ্বোধন
করেন। ১১০ জন শিক্ষার্থী ১১ টি গ্রুপে মেলায় অংশ গ্রহণ করেছে। নিজেদের মেধা
ও শ্রম দিয়ে তৈরি করেছে নানা ধরনের প্রজেক্ট। শিক্ষার্থীদের উদ্ভাবনী
চিন্তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই মেলাতে। যার মধ্য দিয়ে তারা জানান দিয়েছে,
সুযোগ পেলে তারাও পাল্টে দিতে পারে বিশ্বকে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের
জন্য, বিশ্বের জন্য তারাও আবিষ্কার করতে পারেন নতুন কিছু।
মেলায়
স্মার্ট সিটি, ড্রোন, রোবটকার প্রজেক্ট প্রদর্শন করে প্রথম স্থান অধিকার
করে গ্রুপ ক এর দলনেতা মোঃ রাকিব হোসেন, নবায়ন যোগ্য শক্তিসম্পন্ন আধুনিক
গ্রাম প্রজেক্ট প্রদর্শন করে দ্বিতীয় স্থান অধিকার করে গ্রুপ চ তাদের
দলনেতা রিজুয়ানা,দুষিত পানির পরিবেশ বান্ধব বহুমুখী ব্যবহার প্রজেক্ট
প্রদর্শন করে তৃতীয় হন গ্রুপ ঞ এর দলনেতা রেদোয়ান, এসিড বৃষ্টি প্রজেক্ট
প্রদর্শন করে চতুর্থ স্থান অধিকার করে গ্রুপ খ দলনেতা সপ্তর্ষি পাল।
কলেজের বিজ্ঞান বিভাগের সকল শিক্ষক এসময় উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ
প্রফেসর আবুল হাছানাত মো: মাহবুবুর রহমান বিজ্ঞান মেলার আয়োজনে শিক্ষক ও
একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে
বিজ্ঞানের প্রসারকে চারিদিকে ছড়িয়ে দিতে বলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় বিজ্ঞান মেলা।