আজ বীরচন্দ্র নগর মিলতায়নের মুক্তিযুদ্ধ কর্ণারে বিকাল সাড়ে ৫টায় উষসী পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, জনপ্রিয় সংগঠক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছড়াকার, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সদ্য প্রয়াত সাংবাদিক রমিজ খান স্মরণে দোয়া ও শোকসভা।
শিল্প সাহিত্য ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন উষসী পরিষদ আয়োজিত উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য ও আত্মীয়-স্বজন, কুমিল্লার সাংবাদিক সমাজসহ সকল স্তরের শুভাকাঙ্খিদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য যে, সাংবাদিক রমিজ খান দীর্ঘদিন যাবত একটি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। গত ১৫ এপ্রিল বিকাল ৫.৩০ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।