রবিবার
(১২ মে) সকাল ১১টায় এসএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং
অনলাইনে একযোগে প্রকাশিত হবে। শনিবার (১১ মে) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড
সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য
নিশ্চিত করেন।
এর আগে সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রীর মাধ্যমে
প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করা হবে। দুপুর সাড়ে ১২টায় শিক্ষা
মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরবেন।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, দুপুর সাড়ে ১২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংক্রান্ত প্রেস ব্রিফিং করা হবে।
ঢাকা
শিক্ষা বোর্ড জানায়, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট
িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ-এ জবংঁষঃ কর্নারে শিক্ষা প্রতিষ্ঠানের
ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়া িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন
নম্বরের মাধ্যমে রেজাল্টের শিট ডাউনলোড করা যাবে।
পরীক্ষার ফল প্রকাশের
পর এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এজন্য ঝঝঈ ইড়ধৎফ হধসব (প্রথম তিন
অক্ষর) জড়ষষ ণবধৎ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: ঝঝঈ উযধ
১২৩৪৫৬ ২০২৪ ঝবহফ ঃড় ১৬২২২।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনলাইনের মাধ্যমে
প্রাপ্ত ফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ
ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআএনের
মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।