বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
১২ পৌষ ১৪৩১
ভূটানে আরচ্যারিতে রৌপ্য
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১২:৪৪ এএম |





ভারতের ভুবেনশ্বরের ওড়িষায় আমন্ত্রিত অ্যাথলেটিক্স টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। সেই টুর্নামেন্টে আজ পোলভোল্টে বাংলাদেশি অ্যাথলেট সৌরভ মিয়া জাতীয় রেকর্ড গড়েছেন। ভারতের কলিঙ্গ স্টেডিয়ামে তিনি ৪.৪০ মিটার লাফিয়ে বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ড গড়েন। এই ইভেন্টে বাংলাদেশের রেকর্ড ছিল ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীর হুমায়ন কবিরের। তিনি ৪.৩৫ মিটার লাফিয়ে ছিলেন।
বিদেশের আমন্ত্রিত টুর্নামেন্টের পারফরম্যান্সকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের জাতীয় রেকর্ড হিসেবে স্বীকৃতি নতুন নয়। গত বছর দ্রততম মানব ইমরানুর রহমান একটি আমন্ত্রিত টুর্নামেন্টের টাইমিং অ্যাথলেটিক্স ফেডারেশন জাতীয় রেকর্ড হিসেবে গণ্য করে। এবার ভারতের কলিঙ্গতে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর পোল ভোল্টার সবুজ মিয়ার পারফরম্যান্সকেও জাতীয় রেকর্ডের স্বীকৃতি দিয়েছে।
অ্যাথলেটিক্স ফেডারেশনের তথ্য মতে, দেশের বাইরে এবারই প্রথম পোল ভোল্ট খেলোয়াড় অংশগ্রহণ করছে। পোল ভোল্টের পাশাপাশি ৪০০ মিটার হার্ডলেসে নারী অ্যাথলেটের অংশগ্রহনও প্রথম। ভারতের এই টুর্নামেন্টে নয় জন অ্যাথলেটের সঙ্গে একজন ম্যানেজার রয়েছেন। খেলোয়াড়রা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর।
অ্যাথলেটিক্সে ভারতে রেকর্ড গড়ার দিনে ভূটানে আরচ্যারিতে পদক জিতেছে বাংলাদেশ। ভূটানে গ্র্যান্ড পিক্স দ্বিতীয় আসরে কম্পাউন্ড মহিলা বিভাগে বাংলাদেশের বন্যা আক্তার রৌপ্য জেতেন। সেমি-ফাইনালে বন্যা আক্তার ১৪৫-১৪২ স্কোরে ভূটানের দর্জি দোলমাকে পরাজিত করে ফাইনালে উঠেন। ফাইনালে তিনি ভারতের সৃষ্টি সিংয়ের নিকট পরাজিত হয়ে রৌপ্য জেতেন।
নারী ইভেন্টে বাংলাদেশ পদক জিতলেও পুরুষ ইভেন্টে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মোঃ সোহেল রানা ১৪১-১৪০ স্কোরে নিজ দেশের মোহাম্মদ আশিকুজ্জামানকে এবং নেওয়াজ আহমেদ রাকিব ১৪৫-১৪০ স্কোরে ভূটানের ইউনটেন নরবুকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে মোঃ সোহেল রানা ১৩৮-১৩৭ স্কোরে ভারতের প্রথামেশ সমধান জকারকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন এবং নেওয়াজ আহমেদ রাকিব ১৪২-১৪৭ স্কোরে ভারতের চিরাং ভিদ্যার্থীর নিকট হারেন। সেমি-ফাইনালে মোঃ সোহেল রানা ১৪২-১৪৬ স্কোরে ভারতের পান্ডেলা ত্রিনাথ চৌধুরীর কাছে পরাজিত হন। পদক নিষ্পত্তির ম্যাচে মোঃ সোহেল রানা ১৪২-১৪৮ স্কোরে ভারতের চিরাং ভিদ্যার্থীর কাছে হারেন।













সর্বশেষ সংবাদ
এক দফা দাবি আদায়ে কুমিল্লা মেডিকেলে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লা তে
কুমিল্লা আসছেন সিইসি
৭ দিনের রিমান্ডে আকাশ মণ্ডল
মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরেই জাহাজে সাত খুন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকাতদের টার্গেট প্রবাসীর বাড়ি
কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ
শত কোটি টাকার মানহানির মামলা
কুমিল্লা আসছেন সিইসি
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২