আসন্ন বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল ১৩ মে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
আসন্ন বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন বুড়িচং উপজেলার ৯ জন প্রার্থী।এ প্রতীক বরাদ্দ পেলেন।
বুড়িচং
উপজেলায় মোট প্রার্থী ৯ জন এর মধ্যে ৪ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস
চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
দেওয়া হয়।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস মিলনায়তনে রিটার্নিং অফিসার
প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে সিলেকশনের মাধ্যমে বুড়িচং উপজেলার
প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
নিন্মে চেয়ারম্যান প্রার্থীদের নাম ও তাদের প্রাপ্ত প্রতীক দেয়া হল :
বুড়িচং
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার প্রাপ্ত
প্রতীক "ঘোড়া', বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম
প্রাপ্ত প্রতীক 'দোয়াত- কলম ', কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য তারেক
হায়দারের প্রতীক " টেলিফোন'। বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ
সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বাছির খাঁনের প্রাপ্ত প্রতীক " আনারস'।
ভাইস
চেয়ারম্যান পদে মো. জসীম উদ্দিন পেয়েছেন মাইক প্রতীক, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন
আল আজাদ পেয়েছেন "উড়োজাহাজ' প্রতীক, মেজবাউল খাঁন আসিফ পেয়েছে ' বই''
প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. লাভলী আক্তার পেয়েছে "ফুটবল 'প্রতীক, মোসা. পান্না আক্তার পেয়েছে "কলস' প্রতীক।