সারা
দেশের ন্যায় ১২ মে কুমিল্লার চান্দিনায়ও পালিত হয় বিশ্ব মা দিবস। ওই মা
দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় একশত মাকে সম্মাননা পুরস্কার দেন স্থানীয়
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
মঙ্গলবার
(১৪ মে) চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশে মা দিবসের পুরস্কার
হিসেবে নিজ অর্থায়নে উপজেলার বিভিন্ন গ্রামের ১শ মাকে সম্মাননা পুরস্কার
হিসেবে ‘মা’ লিখা সম্বলিত মগ প্রদান করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত
এমপি।
এছাড়াও উপজেলার উন্নয়ন তহবিল থেকে ৪৫জন অসহায় ও পঙ্গু নারীকে
৪৫টি সেলাই মেশিন, ৮৬ মেধাবী ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ ও মহিলা বিষয়ক
অধিদপ্তর থেকে ৪জন উদ্যোগী নারীকে ৫০ হাজার টাকা করে ঋণ বিতরণ করা হয়।
প্রধান
অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন- পৃথিবীতে সব কিছুর বিকল্প থাকলেও
মা-বাবা ও লেখা-পড়ার বিকল্প নেই। যে কোন বয়সী নারী কোন না কোন স্তরে ‘মা’।
নারীদের প্রতি সকলেরই ওই মূল্যবোধ থাকলে কোন মাকেই আর নির্যাতিত হতে হবে
না। এসময় তিনি বাল্য বিয়ে রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী,
পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি,
মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.
আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, থানা পুলিশ পুরিদর্শক
সঞ্জয় সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী
আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।