উপাচার্য-
শিক্ষক দ্বন্দ্বে গত ৩০ এপ্রিল ৯৩ তম জরুরি সিন্ডিকেট সভায়
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও পরিবহন সেবা চালু করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
সেকশন
অফিসার সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল ৫ টায় ক্যাম্পাস হতে শহরে দুইটি
বাস এবং সন্ধ্যা সাড়ে ৮ টায় শহর থেকে ক্যাম্পাসে দুইটি বাস চলাচল করবে।
তিনি বলেন, ক্যাম্পাস থেকে পুলিশ রুটে একটি বাস ও টমছমব্রীজ রুটে একটি বাস যাবে এবং একই রুটে এই বাসগুলো ফেরত আসবে।
বিশ্ববিদ্যালয়
বন্ধ থাকার পরেও এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শহরে যাতায়াতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে
হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসন জানতে পারে। তাই শিক্ষার্থীদের
সুবিধার কথা চিন্তা করেই এই বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এবিষয়ে জানতে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য,
গত ৩০ এপ্রিল উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্ধে চলমান সংকটের কারণে ৯৩ তম
জরুরি সিন্ডিকেট সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও
হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাও
বন্ধ হয়ে যায়।