"বৈশ্বিক
পুষ্টিতে দুধ অপরিহার্য" এই প্রতিপাদ্যে কুমিল্লায় বিশ্ব দুগ্ধ দিবস
উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (১ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাণিসম্পদ ও
ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দপ্তর
কুমিল্লা এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান।
জেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি
ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, জেলা ট্রেনিং অফিসার ডা. একে
এম আব্দুর রউফ, ভেটেরিনারি অফিসার ডা. সৈয়দ মোঃ নজরুল ইসলামসহ খামারী,
ছাত্র ছাত্রী, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।