কুমিল্লার
বুড়িচং উপজেলায় বন্ধুদের সঙ্গে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.
রবিন মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত রবিবার বিকাল ৪টায়
উপজেলার গোবিন্দপুর গ্রামের গোমতী নদীর চরে এ ঘটনা ঘটে।
নিহত রবিন
উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর খলিফা বাড়ির মৃত আলম মিয়ার
ছেলে। সে গোবিন্দপুর নলেজ কেয়ার স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
নিহত
রবিনের চাচা মনির হোসেন জানান, বিকালে রবিনসহ ৪ বন্ধু বাড়ির পাশে কুসুমপুর
গোমতী নদীর চরে তালের সাস পাড়ার জন্য যায়। বন্ধুদের অনুরোধে রবিন তাল পাড়ার
জন্য গাছে উঠে।
এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া ৪৪ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায় রবিন।
স্থানীয়রা রবিনকে উদ্ধার করে গোবিন্দপুর বাজারে ডাক্তারের কাছে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা করে রবিনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।