কুমিল্লার
দাউদকান্দি ও মেঘনায় বজ্রপাতে রাশেদা বেগম (৫৫) এবং শফিক মিয়া (২২) নামে
দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকেলে দাউদকান্দি উপজেলার
দৌলতপুর ইউনিয়নের সাধারদিয়া এবং মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের
বড়িয়াকান্দি গ্রামে এ দুজনের মৃত্যু হয়।
জানা যায়, মঙ্গলবার বিকেলে
দাউদকান্দি উপজেলার সাধারদিয়া গ্রামে রাশেদা বেগম বৃষ্টির সময় বাড়ির উঠানে
কাজ করছিলেন। এসময় বজ্রাঘাতে উঠানেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের বেপারি
বাড়ির মালেক মিয়ার স্ত্রী।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক।
অপরদিকে মেঘনা উপজেলায় বজ্রপাতে শফিক মিয়া নামের এক খেয়াঘাটের মাঝি মারা গেছেন। নিহত শফিক বড়ইয়াকান্দি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
তার
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ দেলোয়ার
হোসাইন জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়িয়াকান্দি
গ্রামের ঘাট থেকে তুলাতুলী বাজার ঘাট সংলগ্ন নদীপথে এলাকার লোক পারাপারের
সময় বজ্রাঘাতে শফিক মিয়ার মৃত্যু হয়।