কুমিল্লার
লালমাইয়ে পৃথক এলাকায় সড়ক ও রেলপথ দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) উপজেলার দত্তপুর রেল লাইনের পাশে ও ভূচ্চি বাজারে এ
দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোহাম্মদ আবদুল্লা আল মাহফুজ।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ হাজতিয়া
এলাকার মৃত আলেক হোসেনের ছেলে মোসলেম উদ্দিন (৬৫)। আরেকজন নাঙ্গলকোট
উপজেলার বাগমারা দরবেশ বাড়ির মৃত নুরুল হকের ছেলে সুজন (২২)।
পুলিশ
জানায়, উপজেলার ভূচ্চি বাজারের জামিয়াতুল আশরাফ মাদ্রাসার সামনে কুমিল্লা
থেকে আগত শাহ আলী সুপার ঢাকা মেট্রো জ- ১১-৩১৩৪ এর ধাক্কায় সড়কে প্রান
হারায় মোসলেম উদ্দিন। অপর নিহত সুজন নামের ওই কিশোর মানসিক প্রতিবন্ধী
হওয়ায় গত ৪ জুন বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে তার লাশ উপজেলার দত্তপুর নামক
স্থানে রেলপথের পাশে পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। লালমাই
থানা পুলিশের এসআই আশরাফ হোসেন লাশ উদ্ধার করে।
এদিকে শাহ আলী সুপারের ঘাতক ড্রাইভার মোঃ শাহজালাল কে আটক করে পুলিশে সোপর্দ করে স্হানীয় জনতা।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লা আল মাহফুজ বলেন, সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।