নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নে দুপুরের খাবার খাওয়ার পর বমি করে অসুস্থ হয়ে মারা গেছে দুই আপন ভাই বোন। তারা পয়ালগাছা ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামের দিঘীরপাড়ের হাফেজ নেছার আহমেদের ছেলে ও মেয়ের মৃত্যু হয়েছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, নিহত শিশুদের বাবা-মায়ের দাবি খাবারে বিষক্রিয়ায় শিশুদের মৃত্যু হয়েছে। তবে যেহেতু দুইজন শিশু একই সাথে মারা গিয়েছে আমরা তাদের ময়নাতদন্ত করার জন্য বলেছি।
পুলিশ সূত্রে জানা গেছে, হাটপুকুরিয়া গ্রামের হাফেজ নেছার আহমেদের স্ত্রী তার দুই বছরের ছেলে আবদুর রহমান ও চার বছরের মেয়ে খাদিজাকে সকালের নাস্তায় কাঁঠাল ও রুটি খাওয়ায়। দপুরের খাবারে ডাল ও ভাত খাবার পর পর ছেলে ও মেয়ে দু'জনেই বমি করে। তাদের অবস্থা খারাপ হতে থাকলে প্রথমে তাদেরকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়, সেখান থেকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে নেওয়ার পথেই শিশু আব্দুর রহমানের মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেবার পথে মারা যায় খাদিজাও। একই সাথে দুই ভাই বোনের মৃত্যু কি কারণে হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।