কার্যক্রম
শুরুর দশ মাসের মাথায় সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ৩ লাখ
ছাড়িয়েছে। এক বিজ্ঞপ্তিতে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার এই
স্কিমে গ্রাহকের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ১৭৬ জনে পৌঁছে গেছে।
চার শ্রেণির
নাগরিককে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে গত বছরের
১৭ অগাস্ট সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি স্কিম দিয়ে সর্বজনীন পেনশন স্কিমের যাত্রা শুরু হয়।
পরে
সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের
কর্মকর্তা-কর্মচারীদের জন্য 'প্রত্যয়' নামে নতুন স্কিম চালু করা হয়। আগামী ১
জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে যোগদানকারী কর্মীদের বাধ্যতামূলকভাবে এই
স্কিমে অন্তর্ভুক্ত হতে হবে।
সর্বজনীন স্কিমে নিবন্ধনের সুবিধা চালু
রয়েছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতায়। চারটির মধ্যে সমতা স্কিমে ২ লাখ
২৪,১৬৪ জন, প্রগতিতে ২১ হাজার ২৯৪, সুরক্ষায় ৫৬ হাজার ৯১৯ এবং প্রবাস
স্কিমে ৭৯৯ জন নিবন্ধিত হয়েছেন।
ইতোমধ্যে ৮৭টি এনজিও প্রগতি স্কিমে নিবন্ধিত হয়ে তাদের কর্মচারীদের এই পেনশন ব্যবস্থার অন্তর্ভুক্ত করেছে।
বর্তমানে
দুটি সরকারি ও দুটি বেসরকারি ব্যাংক এবং একটি মোবাইল ফাইন্যান্সিয়াল
সার্ভিস সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনসহ মাসিক জমা নেওয়ার কাজে যুক্ত আছে।
এর আওতা আরো বাড়ছে। শিগগিরই চারটি সরকারি ও চারটি বেসরকারি ব্যাংক এবং একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এ কার্যক্রমে যুক্ত হবে।