আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে জানা গেল বিপিএলের প্লেয়ার ড্রাফ্টের সময়। চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে প্লেয়ার্স ড্রাফট।সোমবার (১ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন এই খবর। এরই মধ্যে দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিপিএলের আগের বেশিরভাগ দলই অংশ নেবে বলে আমাদের জানিয়েছে। দু-একটা দল যারা জানায়নি, তাদের অপেক্ষা করছি। আর প্লেয়ার্স ড্রাফট হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।’
বিপিএলের সময়সূচি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এফটিপিতে (ভবিষ্যত সফর পরিকল্পনা) আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা এডজাস্ট করে নিই। যদি কোনো ক্ষেত্রে ফাইন টিউনিং প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব।’
চলতি বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। দীর্ঘ এক মাস চলবে টাইগারদের সেই সফর। এরপর বাংলাদেশের ক্রিকেটাররা খেলবে দেড় মাসের লম্বা বিপিএল। তারপর বাংলাদেশ দল যাবে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে।