দেশের
লাইফ লাইন খ্যাত জাতীয় প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে
অসংখ্য খানা-খন্দকে ভরে গেছে। সাম্প্রতিক সময়ে বৃষ্টিতে খানা-খন্দক যেন আরো
বাড়ছে পাল্লা দিয়ে। গতকাল সোমবার বিকেলে মহাসড়কের কুমিল্লা অংশের ময়নামতি
নিশ্চিন্তপুর এলাকা থেকে আলেখারচর এলাকার দু’পাশ ঘুরে দেখা গেছে এই দৃশ্য।
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর থেকে ময়নামতি সেনানিবাস
সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকা। প্রায় দু’কিলোমিটার দীর্ঘ মহাসড়কের ফোরলেনের
উভয় অংশজুড়ে অসংখ্য খানা-খান্দক। অভিযোগ রয়েছে পানি নিস্কাশন ব্যবস্থা
স্বাভাবিক না হওয়ায় মহাসড়কের এই অংশে সামান্য বৃষ্টিতেই পানি
জমে,জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে সংস্কারের অল্প সময়েই আবারো খানা-খন্দকে
ভরে যাচ্ছে। চলতি বর্ষা মৌসুমের বৃষ্টিতে মহাসড়কের এই অংশটিতে পানি
নিস্কাশন স্বাভাবিক না থাকায় বর্তমানে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়েছে।
এতে দ্রুতগতির যানবাহনসমুহ দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে চালাতে বাধ্য হচ্ছে।
ঢাকা-চট্টগ্রামসহ দুর পাল্লার একাধিক গাড়ি চালক সাংবাদিকদেও জানান, পুরো
বছরজুড়েই আলেখারচর থেকে ময়নামতি সেনানিবাস প্রবেশ মুখের ফোর লেনের দু’পাশের
সড়ক ছোট-বড় গর্তে পরিপূর্ণ থাকে। এতে স্বাভাবিকভাবে যান চলাচলে অসুবিধার
সৃষ্টি হয়। এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা সওজ’র নির্বাহী প্রকৌশলী সুনীতি
চাকমা বলেন, মহাসড়কের এই অংশটির সংস্কারে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জলাবদ্ধতার হাত থেকে মুক্ত রাখতে আর সিসি রাস্তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে যানচলাচলের সুবিধার্থে আজ বৃষ্টি না থাকলে খানা-খন্দকগুলো সংস্কার করা
হবে।