চান্দিনায়
থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন এর উপর অতর্কিত হামলার
ঘটনা ঘটেছে। হামলায় জসীমউদ্দীন পায়ে এবং হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।
তাকে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বিকাল পাঁচটায়
হারাং উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জসিম উদ্দিন জানান, বিকেলে
বাড়ি ফেরার পথে হারং উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে অটো রিক্সা থামিয়ে
১০-১২ জনের একটি দল তার উপর অতর্কিত হামলা করে। হামলাকারিরা লোহার পাইপ,
লাঠি দিয়ে তার ওপর বেধরক মারধর করে। এতে তার ডান পা এবং বাম হাতের আঙ্গুলের
গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসলে গতকাল
সন্ধ্যায় জসিম উদ্দিন জানান, হামলাকারীদের মধ্যে ২-৩ জনকে পরিচিত মনে
হয়েছে। থানায় অভিযোগ করার সময় হামলাকারীদের নাম উল্লেখ করা হবে।
জসীমউদ্দীনের
উপর হামলার সময় অটো রিকশায় তার পরিবারের সদস্যরাও ছিলেন। এ সময় তার কাছে
থাকা মোটা অংকের টাকাও ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন জসীমউদ্দীন।