কুমিল্লার
চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
নির্বাচনে ভোট গণনা না করেই ফলাফল ঘোষণার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি
গঠন করেছে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার। আগামী সোমবার (১৫ জুলাই) ওই
অভিযোগের তদন্ত করবে কমিটি। ওই কমিটি সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে
নির্বাচনে অংশগ্রহণকারী সকল অভিভাবক সদস্যদেরকে নির্বাচনের দিন দায়িত্ব
পালনকারী তাদের পোলিং এজেন্টদের সহ উপস্থিত থাকার জন্য চিঠি দিয়েছেন।
এর
আগে বুধবার (৩ জুলাই) সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ
হয়। এতে ৪জন অভিভাবক সদস্য পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা
করেন। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোটার ছিল ১ হাজার ১ জন। এর মধ্যে ৯শত ৫০ ভোট
কাস্ট হয়। নির্বাচন শেষে রাত ৯ টায় ভোট গণনা না করে মজিবুল হক, হাজী মনির
হোসেন, জসিম উদ্দিন, মোস্তফা কামাল এবং নাসরিন বেগমকে বিজয়ী ঘোষণা করা হয়।
যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
পরদিন বৃহস্পতিবার (৪ জুন) চান্দিনা
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সংরক্ষিত
মহিলা অভিভাবক সদস্য প্রার্থী রহিমা আক্তার। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা
কৃষি কমকর্তাকে আহ্বায়ক, উপজেলা সমবায় কর্মকর্তাকে সদস্য সচিব ও উপজেলা
প্রকৌশলীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এব্যাপারে
তদন্ত কমিটির সদস্য সচিব সমবায় কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, আমরা
নিরপেক্ষ তদন্তের স্বার্থে সব প্রার্থীকে চিঠি দিয়েছি। তাদের নির্বাচনী
এজেন্টদেরসহ উপস্থিত থাকতে বলেছি। সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দাখিল করাবো
বলে আমি আশাবাদী।