আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি
উপজেলার গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর বাজারে সরকারি খাস জমি দখল করে ঘর
নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
রবিবার
দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর
রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে খাস জমি দখলমুক্ত করেন।
এসময় অবৈধ
স্থাপনা (দোকান ঘর) ভেঙে খাস জায়গাটি দখল উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।
এতে জনগণের মধ্যে উপজেলা প্রশাসনের প্রতি আস্থা তৈরী হয়।
এসময় গৌরীপুর
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, গৌরীপুর ইউনিয়নের তহসিলদার,
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।