প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া বাজারে জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিনে একটি পাবলিক টয়লেট নির্মাণ করেন।কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কে এস এল এফ এ ট্রেডিং। ভাবকপাড়া পূর্ব বাজারে মসজিদ সংলগ্ন সরকারি খাস জমিতে নির্মাণ করবে পাবলিক টয়লেট। খাস জমি দখল করে রাখেন পাশের জমির মালিক মৃত এড. কেরামত আলীর মেয়ে মোবাশ্বেরা বেগম। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেই জায়গা জনস্বাস্থ্য প্রকৌশলীকে দখলমুক্ত করতে সহযোগিতা করেন স্হানীয় ইউপি চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের মেম্বার আবদুল করিম সহ মুসল্লিরা। ভাবকপাড়া বাজারে ২৫০টি দোকান মসজিদের মুসল্লী পথচারীদের জন্য নির্মাণ হয় এই পাবলিক টয়লেট। এতে বিপত্তি সৃষ্টি করেন মোবাশ্বেরা হয়রানি ও মিথ্যা ৫ টি সি আর মামলা করেন ইউপি সদস্য করিম মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,শফিকুর রহমান, গ্রাম সর্দার আবুল হাশেম, হানিফ মিয়া,মনির হোসেন মিয়াজি, আজিজুল হক মাস্টারের বিরুদ্ধে। লালমাই থানা পুলিশের এসআই জামিল মিঞার স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায় নাই বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
লালমাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুল মমিন বলেন পাবলিক টয়লেট নির্মাণ করতে গিয়ে সরকারি খাস জমি হওয়াতেও হয়রানির শিকার হতে হয়েছে।
লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার ঘটনাস্থলে পরিদর্শনে এসে বলেন আদালতের একটি মামলার তদন্তে এসে উভয় পক্ষকে নিয়ে ভূমি পরিমাপ করি। পাবলিক টয়লেটটি সম্পূর্ণ খাস জায়গায় নির্মাণ করা হয়েছে। এখানে ব্যক্তি মালিকানা কোন জায়গা নেই।