গ্লোবাল
ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৪ রাজধানী ঢাকার
বনানীস্থশেরাটন ঢাকায় ১৩ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের
উদ্বোধন ও সভাপতিত্বকরেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
সভায় চলতি বছরের প্রথম ষাম্মাসিক সময়ে অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং
বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা
হয়। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ,
উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের
বিভাগীয় প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভায় শাখার
অপারেশন ম্যানেজার ও উপশাখার ইন-চার্জগণ অনলাইনে যুক্ত ছিলেন।