ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও স্কাফ সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার
( ১২ জুলাই ) রাতে এবং শনিবার ( ১৩ জুলাই ) বিকেলে ও রাতে উপজেলার
তেঁতাভূমি, মাধবপুর ও আশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা
হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি
এলাকার আবেদ আলী বাড়ির আইয়ুব আলীর স্ত্রী সুমা আক্তার ( ৩৫ ), উপজেলার
মানরা বাচ্চু ডাক্তার বাড়ির মো. কামরুল হোসেনের ছেলে মো. শাকিল ( ২৩ ) ও
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকার লোকমান মিয়ার ছেলে মো.
রাসেল মিয়া ( ২৮ )।
থানা পুলিশ জানায়, থানার উপপরিদর্শক ( এসআই )
মোহাম্মদ শাহাবুর আলম ও মোঃ আবুল হাচানাত সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন
এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ
তেঁতাভূমি এলাকা থেকে সুমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ
থেকে ২০ পিস স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া উপজেলার শশীদল ইউনিয়নের
আশাবাড়ি এলাকা থেকে মো. শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে
২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অন্য অভিযানে উপজেলার
মাধবপুর ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করে
পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া
থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক
আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।