আলমগীর হোসেন,দাউদকান্দি ।।
বিএসটিআই কুমিল্লার উদ্যোগে দাউদকান্দির গৌরীপুর বাজারে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার গৌরীপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ
জিয়াউর রহমান।
অবৈধভাবে
বিএসটিআই লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মেয়াদ এর
তারিখ না থাকা সহ নানা কারণে জরিমানা করা হয় গ্রীনলিফ রেস্টুরেন্ট, আউয়াল
মাতৃভান্ডার, বিসমিল্লাহ এবং ডিংডং মিষ্টিজাতীয় খাবার উৎপাদনকারী
প্রতিষ্ঠান কে।
এসময় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রোমেল বড়ুয়া সহ বিএসটিআই'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।