কুমিল্লার
সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গিয়াস
উদ্দিন ও জামাল হোসেন নামে দুইজনকে হত্যার ঘটনায় ৬ আসামির মৃত্যুদ- ও ৭
জনের যাবজ্জীবন কারাদ-ের রায় দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুলাই) দুপুরে
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এই
রায় দেন।
রায়ে দ-প্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করে আদালত।
কুমিল্লা
জেলা জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) মোঃ জহিরুল ইসলাম সেলিম বিষয়টি
করেছেন। রায় ঘোষণা সময়ে আদালতে ১৫ জন আসামির মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন বলে
জানান তিনি।
মৃত্যু দ-প্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ
উপজেলাধীন ধনাইতরী গ্রামের মোঃ হাজী আতর আলীর ছেলে তোফায়েল আহমেদ তোতা
(৩৮), মৃত মমতাজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৮), হাজী আব্দুর রহিমের ছেলে
আলমগীর হোসেন (৩৮), মোঃ ফরিদ উদ্দিনের ছেলে মোঃ মামুন (২৮), মৃত আনোয়ার
আলীর ছেলে মোঃ বাবুল (৩৫) ও মৃত আনোয়ার আলীর হারুনুর রশিদ (৪৫)।
যাবজ্জীবন
কারাদ-প্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন ধনাইতরীর মৃত
জুনাব আলীর ছেলে হায়দার আলী (৬৫), হাজী আব্দুর রহিমের ছেলে আঃ মান্নান
(৩২), মৃত মমতাজ উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪৫), মৃত আঃ খালেকের ছেলে আবুল
বাশার (২৮), মৃত আঃ রশিদের ছেলে জাকির হোসেন, মৃত আঃ খালেকের ছেলে আঃ
কাদের (৩২) ও মৃত ইউসুফ মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)।